দেশ ছাড়তে মরিয়া লোকজনকে ছত্রভঙ্গ করতে আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফাঁকা গুলি ছুড়েছে আইনশৃঙ্খলাবাহিনী। বিমানবন্দরের যে এলাকায় জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি ছোড়া হয়েছে; তার পাশেই ইতালির একটি সামরিক বিমান উড্ডয়ন করছিল বলে দেশটির সরকারি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে, ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উড্ডয়নের পরপরই ইতালির একটি বিমান লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে জানায়। বিমানটি কাবুল বিমানবন্দর থেকে উড়ার পরই লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলেও জানানো হয়। কিন্তু পরবর্তীতে আফগানিস্তানের সরকারি একটি সূত্র জানায়, ইতালীয় সামরিক বিমান লক্ষ্য করে নয়, বরং লোকজনকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়েছে আফগান নিরাপত্তা বাহিনী।

বিমানটির যাত্রী ইতালীয় এক সাংবাদিক সংবাদমাধ্যম স্কাই২৪টিজিকে বলেছেন, ইতালির ওই বিমানে প্রায় ১০০ বেসামরিক আফগান নাগরিককে পরিবহন করা হচ্ছিল। কাবুুল থেকে উড্ডয়নের পরই বিমানটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছিল বলে ধারণা করা হয়।

এসএস