মাঝ আকাশে সন্তানপ্রসব করলেন আফগান নারী
নবজাতক হাভাকে সঙ্গে নিয়ে কেবিন ক্রুরা।
কাবুল থেকে উদ্ধার এক আফগান নারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্য যাচ্ছিলেন। মাঝপথেই তার প্রসববেদনা ওঠে। এটা দেখে বিমানে থাকা কেবিন ক্রুরা ছুটে আসেন। তাদের সহায়তায় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ওই আফগান মা।
টার্কিশ এয়ারলাইন্স বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ওই আফগান মা কন্যাসন্তান প্রসব করেন। এর আগে গত ২২ আগস্ট মার্কিন উদ্ধারকারী সামরিক বিমানে যাওয়ার পথে জার্মানিতে আরও এক আফগান নারী কন্যাসন্তান প্রসব করেছিলেন।
বিজ্ঞাপন
রয়টার্স জানিয়েছে, মাঝ আকাশে সন্তানপ্রসব করা ২৬ বছর বয়সী ওই আফগান মায়ের নাম সোমান নূরী। কাবুল থেকে উদ্ধার হওয়ার দুবাই নেওয়া হয়েছিল তাকে। সেখানে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইংল্যান্ডের বার্মিহাম শহরে যাচ্ছিলেন তিনি।
টার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আফগান ওই মা যখন সন্তান প্রসব করেন তখন বিমানটি কুয়েতের আকাশসীমায় ৩৩ হাজার ফুট উচ্চতায় ছিল। নবজাতকের নাম দেওয়া হয়েছে হাভভা; আরবিতে যার অর্থ ‘হাওয়া’। নবজাতক ও মা সুস্থ আছেন।
বিজ্ঞাপন
ব্রিটিশ সামরিক বাহিনীর অধীনে কাবুলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট সতকর্তার অংশ হিসেবে কুয়েতে অবতরণ করা হয়েছিল। কিন্তু তেমন কোনো সমস্যা না হওয়া পরে সেটি আবার গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেয়।
এএস