পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ এক সাক্ষাতকারে গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে ‌‘পশ্চিমা দেশগুলো তালেবানকে স্বীকৃতি না দিলে আরেকটি ৯/১১-এর ঝুঁকি দেখছেন’ বলার পর সমালোচনার ঝড় উঠেছে।

ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্বকে দেওয়া মঈদ ইউসুফের ওই সাক্ষাতকারটি প্রকাশিত হওয়ার পরই অবশ্য অবস্থান বদলে রোববার (২৯ আগস্ট) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দফতর থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দফতরের বিবৃতিতে ‌‘দ্য টাইমস’ কর্তৃপক্ষকে গত ২৮ আগস্ট প্রকাশিত ক্রিস্টিনা ল্যাম্বের সাথে মঈদ ইউসুফের ওই সাক্ষাতকারকে ‘ভুলভাবে’ ব্যাখ্যা করা হয়েছে দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানায়। 

মঈদ ইউসুফের কার্যালয় বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘তালেবানের সঙ্গে কাজ করুন নয়তো নব্বইয়ের দশকের ভয়াবহতার পুনরাবৃত্তি হবে, বলা হলো পশ্চিমকে’ শিরোনামের সাক্ষাতকারে ইউসুফকে ব্যাপক ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। 

সাক্ষাৎকারে ইউসুফ বলেন, ‘নব্বইয়ের দশকের ভুল আবারও করা হলে এবং আফগানিস্তান আবারও উপেক্ষিত হলে এর ফল হবে আগের মতোই। নিরাপত্তা শূন্যতার এই সুবিধা এমন কেউ নেবে, যারা পাকিস্তান ও পশ্চিম সবাইকে হুমকিতে ফেলবে।’

মঈদ ইউসুফের দফতর ব্রিটিশ দৈনিকটিতে সম্প্রতি প্রকাশিত ওই সাক্ষাতকারটিকে সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্বকে ও ইউসুফের মধ্যে কথোপকথনের একটি ‘চরম ভুল চরিত্রায়ন’ বলে অভিহিত করে তা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে।

এএস