ওয়াশিংটনের বিক্ষোভে কয়েকজন ছুরিকাহত, গ্রেফতার ২৩
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক বিক্ষোভে ছুরিকাঘাতে আহত হয়েছেন কয়েকজন। এ ছাড়া বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২৩ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন সবাই ধারাল অস্ত্রের আঘাতে আহত। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
ওয়াশিংটন ডিসি’র মেয়রের কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় ১২ ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত দমকল বাহিনী এবং জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্তৃপক্ষের প্রতিনিধিরা ঘটনাস্থলে আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সবাই ধারাল অস্ত্রের আঘাতে আহত। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
এ ছাড়া হামলাকারীদের আঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ আরও দুজন আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।
ওইদিন সকাল থেকে ‘চুরি বন্ধ করো’ প্ল্যাকার্ড হাতে বেশ কিছু বিক্ষোভকারী সুপ্রিম কোর্ট চত্বরের বাইরে ফ্রিডম প্লাজায় জড়ো হতে থাকেন। সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে স্লোগান দেন তারা।
এ সময় বিরোধীপক্ষের কয়েকজন প্রতিবাদকারী সেখানে উপস্থিত হয়ে ‘স্টপ দ্য স্টিল‘ প্ল্যাকার্ডধারীদের বিরুদ্ধে পাল্টা অবস্থান নিয়ে স্লোগান দেন। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
ওয়াশিংটন মেয়রের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ২৩ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৬ জনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
হামলা ও সহিংসতার অভিযোগে ১০ জন, পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগে ৪ জন এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে।
এসএমডব্লিউ/এএস