রাওয়ালপিন্ডিতে ফের পুলিশ স্টেশনে বিস্ফোরণ, আহত ২৫
পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের গঞ্জ মান্ডি পুলিশ স্টেশনে রোববারের এক বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক ডন।
উদ্ধারকারী কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের ঘটনায় আহত দুই ডজনের বেশি মানুষের মধ্যে ২২ জনকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
রাওয়ালপিন্ডিতে দশ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো পুলিশ স্টেশনে হামলার ঘটনা এটি। গত ৪ ডিসেম্বর পীর ওয়াধাই পুলিশ স্টেশনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং ৭ জন আহত হন।
বিজ্ঞাপন
প্রাথমিক প্রতিবেদনে একটি হাত বোমার (হ্যান্ড গ্রেনেড) মাধ্যমে পুলিশ স্টেশনে হামলা করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেলেও রাওয়ালপিন্ডি সিটি পুলিশ অফিসার (সিপিও) মোহাম্মদ আহসান ইউনুস বলছেন, বিস্ফোরণের ধরন কেমন ছিল সে সম্পর্কে এখনই কোনো সিদ্ধান্ত নিলে তা আগাম বলা হয়ে যাবে।
রাওয়ালপিন্ডি সিপিও আরও বলেছেন, দশ দিনের মধ্যে কোনো পুলিশ স্টেশনে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা এটি। গত ৪ ডিসেম্বর পীর ওয়াধাই পুলিশ স্টেশনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং ৭ জন আহত হন।
বিজ্ঞাপন
ডনের প্রতিবেদন অনুযায়ী সিপিও মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, সন্ত্রাসী হামলার ছঁক কষা হচ্ছে বলে জানা যাচ্ছে এবং পীর ওয়াধাই পুলিশ স্টেশনে হামলার ঘটনা তদন্ত অনেকদূর এগিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববারের ওই হামলাস্থল ঘিরে রাখা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলেও জানিয়েছে তারা।
এএস