নামের সঙ্গে চীনের সংশ্লিষ্টতা থাকায় ড্রাগন ফলের নাম বদলে ‘কমলাম’ করার প্রস্তাব দিয়েছে ভারতের গুজরাটের বিজেপি রাজ্য সরকার। সংস্কৃত শব্দ ‘কমলাম’ এর অর্থ পদ্ম; যা বিজেপির নির্বাচনী প্রতীকও বটে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণীর এমন প্রস্তাবের পরে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দেশটির নেতারাসহ আরও অনেকে বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছেন।

মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী বৃহস্পতিবার বলেন, ‘ড্রাগন ফলের নতুন নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট সরকার। ফলটির বাইরের অংশ পদ্মের মতো দেখতে— তাই গুজরাটে এখন থেকে এই ফলকে কমলাম নামে ডাকা হবে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গুরজারাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী।

বিজেপিদলীয় এই মুখ্যমন্ত্রীর যুক্তি, ‘ড্রাগন ফলের নামের সঙ্গে চীনা সংশ্লিষ্টতা রয়েছে। ফলে এই নাম বদলাতেই হবে।’ তিনি আরও জানিয়েছেন, ‘কমলাম নামটির পেটেন্ট পেতে ইতোমধ্যেই প্রস্তাব পাঠিয়েছে তার সরকার।’

আমদানি নির্ভরতা কমাতে ভারতের বিভিন্ন প্রান্তে এখন ড্রাগন ফলেল চাষ হচ্ছে। অর্থকরী ফসল হিসেবে চাষীরা একে বেছেও নিচ্ছেন। গুজরাটের ভুজ, গান্ধীধাম, মান্ডভী এলাকার চাষীরা ড্রাগন ফলের চাষে জোর দিয়েছেন। 

গত জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ‘মান কি বাত’ অনুষ্ঠানে এই ফল চাষের সঙ্গে ‘আত্মনির্ভর ভারত’ এর যোগ খুঁজেছিলেন। কচ্ছের ড্রাগন ফল চাষীদের নতুন উদ্যোগের কথা দেশের সামনে তুলে ধরেছিলেন তিনি।

আমদানি নির্ভরতা কমাতে ভারতের বিভিন্ন প্রান্তে এখন ড্রাগন ফলেল চাষ হচ্ছে। 

এরপরই নতুন উৎসাহে নাম বদলের যুক্তি নিয়ে এগিয়ে গিয়েছে গুজরাট। কমলাম নামটি গুজরাটে বিজেপির দলীয় দফতরেরও নাম। পদ্ম ফুল হিন্দুদের জন্য পবিত্র এবং এটি ভারতের জাতীয় ফুলও। ফলে দুয়ে দুয়ে চার।

তবে নাম বদল নিয়ে বিজেপির এই উদ্যোগে বিরোধী শিবির থেকে ভেসে এসেছে কটাক্ষ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেকে সরব হয়েছেন। এরমধ্যে বিরোধীদের সংখ্যাই বেশি।   

বিজেপির এমন সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর।

নাম বদলের কাজে সিদ্ধহস্ত বিজেপির আর এক নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রসঙ্গ টেনে এনে কংগ্রেস এমপি শশী থারুরে তারুরের মন্তব্য, ‘গুজরাটের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন না কি তাকে উপহাস করছেন?’

তিনি কটাক্ষ করে আরও বলেন, ‘এই মুখ্যমন্ত্রীদের ব্যস্ত রাখতে বিজেপি যদি ‘ন্যাশনাল রিনেমিং কাউন্সিল’ গড়ে তোলে, তাহলে ভাল হয়। প্রশাসন চালাতে ব্যর্থ হলেও কী, এই ব্যাপারগুলোতে তারা ভাল কাজ করে থাকেন।’

কংগ্রেসের এমপি কার্তি চিদম্বরমের কটাক্ষ, ‘ড্রাগন খুন হয়ে গেছে।’ এনসিপির মুখপাত্র মহেশ তাপাসের মন্তব্য, ‘অদূর ভবিষ্যতে বিজেপি হয়তো হিন্দুস্তানকে কমলস্তান বলতে শুরু করবে। এটা ভাবলেই ভয় হচ্ছে।’

এএস