ব্রাজিলে বিমান দুর্ঘটনায় চার ফুটবলারসহ নিহত ৬
খেলতে যাওয়ার পথে বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলের একটি ক্লাবের চার ফুটবলারসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার খেলোয়াড়, ক্লাব সভাপতি ও বিমানের পাইলট রয়েছেন। রোববার (২৪ জানুয়ারি) ব্রাজিলের লুজিমাঙ্গুয়িজে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চার ফুটবলারের নাম- লুকাস প্রাক্সেদেস, গিলহের্মে নোয়ে, রানুলে এবং মার্কাস মোলিনারি। এছাড়া ক্লাব সভাপতি লুকাস মেইরা ও পাইলট ওয়াগনার মাচাদোও এই দুর্ঘটনায় নিহত হন। নিহত ফুটবলাররা ব্রাজিলের চতুর্থ ডিভিশনের ক্লাব পালমাসের সদস্য।
বিজ্ঞাপন
ব্রাজিলের উত্তর ও মধ্য-পশ্চিমাঞ্চলের মধ্যে ২৪টি দল নিয়ে আয়োজিত একটি টুর্নামেন্টের অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছিলেন তারা। সোমবার তাদের এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর’র প্রতিবেদন অনুযায়ী, একটি টুর্নামেন্টের ম্যাচ খেলতে রোববার ৮০০ কি.মি. দূরের গোইয়ানিয়াতে যাওয়ার কথা ছিল পালমাস ক্লাবের ফুটবলারদের। ছোট একটি বিমানে ক্লাবের প্রেসিডেন্ট লুকাস মেরা, পাইলট ওয়াগনার ছাড়াও ছিলেন চার ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গিলহের্মে নোয়ে, রানুলে এবং মার্কাস মোলিনারি।
বিজ্ঞাপন
উড্ডয়নের পর রানওয়ে থেকে একটু সামনে এগিয়ে গিয়ে একটি জঙ্গলে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৬ জন।
বিমান দুর্ঘটনার পর বিবৃতি দিয়ে শোক জানিয়েছে ফুটবল ক্লাব পালমাস। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকাল সোয়া আটটার দিকে এই বিমান দুর্ঘটনা ঘটে। নিহতদের স্বজনদের জন্য প্রার্থনা করতেও আহ্বান জানায় তারা।
নিহত খেলোয়াড়েরা শনিবার শেষবারের মতো নিজ শহর টোকানটিনসে অনুশীলনে অংশ নিয়েছিলেন। সর্বশেষ অনুশীলনের সেই ছবিও প্রকাশ করেছে ক্লাবটি।
এদিকে বিমান দুর্ঘটনায় ক্লাব সভাপতিসহ চার ফুটবলার নিহত হওয়ার ঘটনায় ব্রাজিল ও বিশ্ব ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারশেন ও ফিফা।
সূত্র: দ্য মিরর
টিএম