আমিরাতে সুগন্ধি কারখানায় ভয়াবহ আগুন
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উম আল কুওয়াইন শহরের একটি সুগন্ধি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবারের এই অগ্নিকাণ্ডে কোনও হতাহত হয়েছে কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, শনিবার উম আল কুওয়াইনে সুগন্ধি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উম আল কুওয়াইনের গণমাধ্যম অফিসের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ওই কারখানা থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। এ সময় বাইরের আকাশ ধোঁয়ায় ঢেকে যায়।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই উদ্ধার এবং অগ্নি-নির্বাপণকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে দীর্ঘ চেষ্টা চালিয়ে সিভিল ডিফেন্সের অগ্নি-নির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
— Gulf Today (@gulftoday) November 6, 2021
উম আল কুওয়াইনের গণমাধ্যম অফিস ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে বলেছে, উম আল কুওয়াইনের সিভিল ডিফেন্সের কর্মীরা উম আল থুউব শিল্প এলাকার সুগন্ধি কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
বিজ্ঞাপন
এর আগে, গত সেপ্টেম্বরে একই জেলার একটি টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় উম আল কুওয়াইন, রাস আল খাইমাহ, আজমা এবং শারজাহর দমকলকর্মীরা ছয় ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া ২০১৬ সালে উম আল থুউব শিল্প এলাকায় একটি সুগন্ধি কারখানা পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
সূত্র: খালিজ টাইমস, দ্য ন্যাশনাল।
এসএস