ভারতে করোনা টিকার ‘সতর্কতামূলক ডোজ’ দেওয়া শুরু ১০ জানুয়ারি
ওমিক্রন আতঙ্কের মধ্যে করোনা টিকার ‘সতর্কতামূলক ডোজ’ এর ঘোষণা দিয়েছে ভারত। কিন্তু এ ডোজ দেশের সব নাগরিককে দেওয়া হবে না।
শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি থেকে ভারতে করোনাভাইরাস টিকার বা ‘সতর্কতামূলক ডোজ’ (সরকারিভাবে বুস্টার ডোজ বলা হয়নি) প্রদান করা হবে। তবে সকলে পাবেন না সেই ‘সতর্কতামূলক ডোজ’। প্রথম সারির করোনাভাইরাস যোদ্ধা, স্বাস্থ্যকর্মীদের এ ডোজ দেওয়া হবে। আগামী বছরের ১০ জানুয়ারি থেকে শুরু হবে সে কর্মসূচি। সেই সঙ্গে কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধদের ‘সতর্কতামূলক ডোজ’ প্রদান করা হবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, শুধু কো-মর্বিডিটি থাকলেই ‘সতর্কতামূলক ডোজ’ দেওয়া হবে, বিষয়টি তেমন নয়। ওই কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধদের চিকিৎসকরা পরামর্শ দিলে তবেই মিলবে বুস্টার ডোজ।
এদিকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের চিকিৎসকেরা। শিশু চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া জরুরি ছিল। এটা খুবই ভালো সিদ্ধান্ত। স্কুলে পাঠদান চালু হয়েছে। তাই শিশুদের বাইরে যেতে হচ্ছে। সব দিক থেকে দেখলে ছোটদের টিকাকরণের প্রয়োজনীয়তাও বাড়ছিল। ওমিক্রনে শিশুরাও আক্রান্ত হচ্ছে। এবার তারাও টিকা পেলে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।
বিজ্ঞাপন
সূত্র : হিন্দুস্তান টাইমস
এসকেডি