পর্যটকদের কাছ থেকে ‘ফি’ আদায়ের পরিকল্পনা থাইল্যান্ডের
বিদেশি পর্যটকদের কাছ থেকে ‘ফি’ আদায়ের পরিকল্পনা করছে দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড। দুর্ঘটনা বিমার অর্থ দিতে না পারা বিদেশি পর্যটক এবং পর্যটন অবকাঠামো উন্নয়নের জন্য আগামী এপ্রিল থেকে এই ‘ফি’ আদায় করা হবে বলে বুধবার দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন।
করোনাভাইরাস মহামারিতে পর্যটন খাতে মন্দা দেখা দেওয়ায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটননির্ভর অর্থনীতির এই দেশটি। ২০১৯ সালে দেশটিতে প্রায় চার কোটি পর্যটক ঘুরতে গেলেও গত বছর সেই সংখ্যা ছিল মাত্র ২ লাখ।
বিজ্ঞাপন
কোভিড-১৯ এর অতি-সংক্রামক ধরন ওমিক্রন বিশ্বজুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় দেশটির পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার সাম্প্রতিক প্রচেষ্টা জটিল হয়েছে। থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের গভর্নর ইউথাসাক সুপাসর্ন রয়টার্সকে বলেছেন, ফি’র একটি অংশ পর্যটকদের দেখভালের জন্য ব্যবহার করা হবে।
তিনি বলেন, আমরা এমন এক সময়ের মুখোমুখি হয়েছি, যখন পর্যটকদের জন্য বিমার কাভারেজ নেই... তাদের দেখভাল আমাদের জন্য বোঝা হয়েছে। এছাড়া এই তহবিল পর্যটন অবকাঠামো উন্নয়নেও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ইউথাসাক।
বিজ্ঞাপন
আদায়কৃত ‘ফি’ থাইল্যান্ডে প্রবেশ করতে চাওয়া বিদেশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় শর্তাবলি বাস্তবায়নে ব্যয় হবে। পর্যটকদের করোনা পরীক্ষা, হোটেলে থাকার ব্যবস্থা অথবা কোয়ারেন্টাইন এবং কমপক্ষে ৫০ হাজার মার্কিন ডলারের কোভিড চিকিত্সা কাভারেজসহ বিমা সুবিধা করছে থাইল্যান্ড।
কঠোর কোয়ারেন্টাইন ব্যবস্থা প্রত্যাহারের পর গত নভেম্বরে টিকা নেওয়া পর্যটকদের জন্য ‘টেস্ট অ্যান্ড গো’ প্রকল্প চালু করেছিল থাইল্যান্ড। করোনাভাইরাসের অতি-সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের ছড়িয়ে পড়ার উদ্বেগ থেকে গত মাসে এই প্রকল্পও স্থগিত করা হয়।
থাইল্যান্ডের সরকারের মুখপাত্র থানাকর্ন ওয়াংবুনকংচানা বলেন, নতুন ফি এয়ারলাইন টিকেটের সাথে নির্ধারিত হবে এবং এটি সরকারের টেকসই পর্যটন পরিকল্পনার অংশ।
দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রধান পর্যটন বাজারের নীতির ওপর নির্ভর করে চলতি বছর ৫০ লাখ থেকে দেড় কোটি বিদেশি পর্যটক থাইল্যান্ড পৌঁছাবেন বলে প্রত্যাশা করেছেন তিনি। থানাকর্ন বলেন, চলতি বছরে বিদেশি পর্যটকদের মাধ্যমে থাইল্যান্ড ২ হাজার ৩০০ কোটিরও বেশি ডলার আয় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বুধবার থাইল্যান্ডের শীর্ষস্থানীয় একটি ব্যবসায়িক গোষ্ঠী এ বছর দেশটিতে ৫০ থেকে ৬০ লাখ বিদেশি পর্যটক পৌঁছাতে পারেন বলে পূর্বাভাস দিয়েছে।
সূত্র: রয়টার্স।
এসএস