ভারতে চলছে করোনার তৃতীয় ঢেউ। দেশটির এখনও বহু মানুষ টিকা কার্যক্রমের বাইরে রেখেছেন নিজেদের। অনেকে প্রথম ডোজ নিলেও দ্বিতীয়টি নেননি। এমন অবস্থায় নাগরিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে এক অভিনব উপায় বের করেছে কলকাতার দক্ষিণ দমদম পৌরসভা কর্তৃপক্ষ। দুই ডোজ টিকা নিলেই ট্যাক্সে ছাড় পাচ্ছেন বাসিন্দারা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, বাসিন্দারা করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেই বকেয়া ট্যাক্সে ২৫ শতাংশ ছাড় পাবেন। এজন্য প্রমাণস্বরূপ বাসিন্দাদের দ্বিতীয় ডোজ টিকার সনদ দেখাতে হবে।

এছাড়া দেখা গেছে ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও টিকা নিতে ভয় পাচ্ছেন। স্কুল বন্ধ থাকায় তারা টিকা নিতেও কেন্দ্রে যাচ্ছেন না। তাই, টিকা নিলে শিক্ষার্থীদের জন্যও পুরস্কার ঘোষণা করেছে দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রশাসকমন্ডলীর সদস্য দেবাশীষ ব্যানার্জি। শিক্ষার্থীরা টিকা নিলে তাদের দেওয়া হবে ক্রীড়া সরঞ্জাম।

জানা গেছে গত কয়েকদিন পৌরসভার টিকা কেন্দ্রে ৫ থেকে ৬ জন টিকা নিতে আসতেন। তবে কর্তৃপক্ষ এমন ঘোষণার চিত্র পাল্টে গেছে। এখন দেখা যাচ্ছে প্রায় ৮০ জন একদিনে টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন।

গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এমএইচএস