৩২৫ কেজি ওজনের ছোট্ট একটি প্লেন চালিয়ে ১৫৫ দিনে বিশ্বভ্রমণ সারলেন ১৯ বছর বয়সী জারা রাদারফোর্ড। এর মাধ্যমে তিনি অর্জন করলেন বিশ্বভ্রমণ করা সর্বকনিষ্ঠ পাইলটের উপাধি।

পাইলট অভিভাবকের কাছে বড় হয়ে ওঠা জারা আকাশে উড়ে বেড়ানোকেই করেছেন জীবনের ধ্যান-জ্ঞান। ব্রিটেন এবং বেলজিয়ামের দ্বৈত নাগরিকত্ব আছে তার।

২০২১ সালের ১৮ আগস্ট যাত্রা শুরু করেন জারা। বৃহস্পতিবার বেলজিয়ামের কোরত্রে শহরের মাটি ছোঁয় তার বিমানের চাকা। সেই সঙ্গে শেষ হয় তার বিশ্বভ্রমণ। স্পনসরশিপের শর্ত অনুযায়ী রাতের অন্ধকারে বিমানচালনা থেকে তিনি বিরত থাকেন। 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জারা জানান, এক চালক বিশিষ্ট এই বিমান নিয়ে ৩০টি দেশ পার হলেও সাইবেরিয়ার বরফে ঢাকা অঞ্চলের উপরের আকাশই ছিল তার যাত্রাপথের দুর্গমতম রাস্তা। মাইনাস ২২ ডিগ্রি তাপমাত্রায় বিমান চালানোর সেই চ্যালেঞ্জকেও অতিক্রম করেছেন দুঃসাহসী জারা।

আপাতত এক সপ্তাহের বিশ্রামে আছেন তিনি। তারপর হয়তো আবারও কোনো দুর্গম যাত্রাপথে পাড়ি দেওয়ার প্রস্তুতিতে শুরু করবেন।

সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস

এইচকে