সৌদি আরবের রাজধানী রিয়াদে যৌনপল্লী চালানোর অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ।

দীর্ঘদিন ধরে রিয়াদে বসবাস করছেন পাকিস্তানের ওই নাগরিক। গৃহস্থালীর কাজের জন্য সৌদিতে আসার পর মালিকের বাড়ি থেকে পালিয়ে যাওয়া এশিয়ার বিভিন্ন দেশের গৃহকর্মীদের দিয়েই তিনি রাজধানীতে গোপন এই যৌনপল্লী গড়ে তুলেছিলেন।

সম্প্রতি সৌদির সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পল্লীর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর দেশটির অ্যাটর্নি জেনারেল শেখ সাউদ আল মুয়াজাব সম্প্রতি ওই ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর সোমবার তাকে গ্রেফতার করা হলো। সংক্ষিপ্ত ওই ভিডিও ক্লিপে ওই পল্লীর হতভাগ্য যৌনকর্মীদের দুর্দশা তুলে ধারা হয়েছিল।

গ্রেফতারকৃত ব্যাক্তির জাতীয়তা প্রকাশ করা হলেও তার নাম তার নাম গোপন রাখা হয়েছে।

সৌদি আরবের আইনে মানবপাচার বা এই সংক্রান্ত অপরাধের জন্য ১৫ বছরের কারাবাস বা ১০ লাখ রিয়াল (সৌদি মুদ্রা) জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে।

তবে গ্রেফতার ওই পাকিস্তানিকে আরও কঠোর সাজা দেওয়া হতে পারে বলে গালফ নিউজকে জানিয়েছেন সৌদি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের এক কর্মকর্তা।

এসএমডব্লিউ