হামলার পরিকল্পনা, বেলজিয়ামে ইরানি কূটনীতিকের ২০ বছরের জেল
দেশ থেকে নির্বাসিত একটি গোষ্ঠীর ওপর বোমা হামলার ভেস্তে যাওয়া পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানের এক কূটনীতিককে ২০ বছরের কারদণ্ড দিয়েছেন ইউরোপের দেশ বেলজিয়ামের একটি আদালত। ২০১৮ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে ওই বোমা হামলার পরিকল্পনার মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করেছেন বেলজিয়ামের আদালত।
বেলজিয়ামের আদালতের বিচারকরা বলেছেন, ভিয়েনাভিত্তিক ইরানের কূটনীতিক আসাদোল্লা আসাদি সন্ত্রাসী কর্কোণ্ডের চেষ্টার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। ২০১৮ সালের জুনে প্যারিসে ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের (এনসিআরআই) একটি সমাবেশে বোমা হামলার পরিকল্পনায় সংশ্লিষ্ট ছিলেন তিনি। যদিও জার্মানি, ফ্রান্স এবং বেলজিয়ামের পুলিশ সেই হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেয়।
বিজ্ঞাপন
আদালতের রায়ে দুটি বিষয় তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, প্রথমত একজন কূটনীতিক অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কখনই দায় থেকে রেহাই পেতে পারেন না। দ্বিতীয়ত, তিনি কখনই ইরানের রাষ্ট্রীয় দায় এড়াতে পারেন না।
১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর ইউরোপীয় অঞ্চলে সন্ত্রাসবাদের সন্দেহভাজন অপরাধী হিসেবে তেহরানের কোনও কূটনীতিক প্রথমবারের মতো দোষী সাব্যস্ত হলেন।
বিজ্ঞাপন
বর্তমানে আসাদির বয়স ৪৯ বছর। সেই সময় তিনি অস্ট্রিয়ায় নিয়োজিত ইরানি মিশনে কর্মরত ছিলেন। প্যারিসে ওই বোমা হামলা চালানোর জন্য তিনি বিস্ফোরক সরবরাহ করেছিলেন বলে আদালতের রায়ে জানানো হয়েছে। পরবর্তীতে তাকে জার্মানিতে গ্রেফতার করা হয়; সন্ত্রাসী পরিকল্পনায় জড়িত থাকায় সেখানে তিনি কূটনীতিক সুরক্ষা পাননি।
আসাদি ছাড়াও আরও তিন ইরানিকে বিভিন্ন মেয়াদে সাজা এবং বেলজিয়ামের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। তবে ইরান প্যারিসের ওই হামলা পরিকল্পনার সঙ্গে কোনও কূটনীতিক জড়িত নয় বলে আদালতের রায় প্রত্যাখ্যান করেছে।
সূত্র: আলজাজিরা।
এসএস