বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু তৈরি হচ্ছে ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে। ইস্পাতের তৈরি এই রেলসেতুটি ৩৫৯ মিটার বা এক হাজার ১৭৭ ফুট উঁচু এবং এক হাজার ৩১৫ মিটার লম্বা। হিমালয় পর্বতশৃঙ্গের চন্দ্রভাগা নদীর ওপর নির্মিত এই রেলসেতুটি ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার উঁচু।

২০০২ সালে এই রেলসেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সে সময় নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। পরে ২০০৮ সালে আবার নির্মাণকাজ শুরু করা হয়। সম্প্রতি ভারতের রেলমন্ত্রী আশউইন বিষ্ণু রেলসেতুটি ছবি প্রকাশ করলে তা ভাইরাল হয়। ছবিগুলো অনেকে আবার নিজের টুইটারে শেয়ার করেছেন।

জানা যায়, সেতুটি জম্মু ও কাশ্মিরের রিসাই জেলার বাক্কাল এবং কৌরি এলাকার মাঝখানে অবস্থিত। ভারতের কোঙ্কন রেলওয়ে করপোরেশন সেতুটি নির্মাণ করছে। সেতুটি নির্মাণে ব্যবহৃত ইস্পাত মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয়। এতে মোট ২৫ হাজার টন ইস্পাত লাগতে পারে।

রেলসেতুটি নির্মাণে খরচ পড়বে এক হাজার ৪৮৬ কোটি রুপি। চলতি বছরের ডিসেম্বরে সেতুটি ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে।

জেডএস