বিডি ফিনান্সে অডিট অফিসার নিয়োগ
বাংলাদেশ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড ‘ইন্টার্নাল অডিট’ অফিসার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দিবে।
প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড
পদের নাম- ইন্টার্নাল অডিট অফিসার
পদের সংখ্যা- নির্দিষ্ট না
বিজ্ঞাপন
আবেদনের যোগ্যতা-
১। যেকোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়িক বিষয়ে ন্যূনতম স্নাতকধারী হতে হবে।
২। ব্যাংক, ইজারা, নিরীক্ষা ফার্ম / কর পরামর্শদাতা বিষয় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩। অডিট ফার্ম, ব্যাংকিং অপারেশন ও কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক এবং রিপোর্ট লেখার বিষয়ে যথাযথ জ্ঞান থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা-
১। বেতন আলোচনা সাপেক্ষ
২। ২টি উৎসব ভাতা
৩। সপ্তাহিক ২ (দুই) দিন ছুটি
৪। এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
আবেদনের নিয়ম-
অনলাইনে আবেদন করা যাবে (https://bdfinance.com.bd/job/internal-audit-officer-so-eo/) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ- ৩০ ডিসেম্বর, ২০২০ ইং
সূত্র : বিডিজবস
আরআর