নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তানিন গ্রুপ। প্রতিষ্ঠানটি ‌‌সিনিয়র এক্সিকিউটিভ পদে লোক নেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম- সিনিয়র এক্সিকিউটিভ-অ্যাকাউন্টস

আবেদনের যোগ্যতা- 
১। স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে হিসাবরক্ষণ বিষয়ে এমবিএ/বিবিএ পাস হতে হবে।
২। প্রার্থীকে সিএসিসি/ আইসিএমএবি কোয়ালিফাইড হতে হবে। প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
৩। মাইক্রোসফট অফিসে কাজে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজিতে ভালো টাইপিং স্কিল থাকতে হবে। 
৪। ন্যূনতম ২৫ থেকে অনূর্ধ্ব-৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন ও সুযোগ সুবিধা-  
১। ২২,০০০-২৫,০০০/- মাসিক।
২। কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা।

আবদনের নিয়ম-

আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা এককপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ই-মেইল করতে হবে (career.taninbd@gmail.com) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ-  ৩১ ডিসেম্বর, ২০২০ই।

সূত্র- জাগো জবস

আরআর