ব্র্যাক ব্যাংকে ব্যবস্থাপক নিয়োগ
ব্র্যাক ব্যাংকে ‘শাখা ব্যবস্থাপক’ পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম- ব্র্যাক ব্যাংক লিমিটেড
বিজ্ঞাপন
পদের নাম- শাখা ব্যবস্থাপক
পদের সংখ্যা- অ-নির্ধারিত
বিজ্ঞাপন
আবেদনের যোগ্যতা-
১। সন্তোষজনক একাডেমিক ট্র্যাক রেকর্ড সহ যে কোনও নামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর / এমবিএ ডিগ্রি;
২। কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সর্বনিম্ন ৮ বছর ও শাখা ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে ২ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
৩। স্থানীয় ব্যাংকিং আইন, প্রবিধান সর্ম্পকে যথাযথ জ্ঞান থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা-
১। বেতন আলোচনা সাপেক্ষ
২। কোম্পানির বিধি অনুযায়ি অন্যান্য সুযোগ-সুবিধা
আবেদনের নিয়ম-
প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন (https://bracbank.taleo.net/careersection/external/jobsearch.ftl?lang=en) ঠিকানায়। অথবা আবেদন করতে পারেন বিডিজবসের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২০ ইং
সূত্র : বিডিজবস
আরআর