ডিজিটাল কনটেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান ‘‌স্পেড ডিজিটাল' সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কপিরাইটার পদে বেশ কিছু লোকবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম-‌স্পেড ডিজিটাল

পদের নাম- কপিরাইটার

পদের সংখ্যা- নির্ধারিত না

কাজের ধরন- পূর্ণকালীন

সময়- সপ্তাহে ৪০ ঘন্টা

যোগ্যতা-

১। বিপণন এবং ডিজিটাল মার্কেটিং সর্ম্পকে ভালো ধারনা থাকতে হবে।

২। সৃজনশীল কাজে আগ্রহী থাকতে হবে।

৩। গবেষণাধর্মী কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

৪। বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রে সঠিকভাবে লিখতে ও বলতে জানতে হবে।

৫। চাপ এবং মাল্টি-টাস্কিংয়ের কাজের সক্ষমতা থাকতে হবে।

৬। নতুন নতুন আইডিয়া খুজে বেড় করার ইচ্ছা থাকতে হবে।

৭। অনুলিপি বা ডিজিটাল এজেন্সিতে কপিরাইটার হিসাবে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা-

১। মাসিক ২০-৩০ হাজার টাকা

২। কম্পানির নিয়ম অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা

৩। বাৎসরিক ২টি উৎসব ভাতা

৪। বছরে একবার সেলারী রিভিউ

আবেদনের নিয়ম-

১।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন hr@spedaigital.com - এই ঠিকানায়।

২। তবে আবেদন পত্রের সঙ্গে অবশ্যই আমার লিখা একটি প্রবন্ধ সিভির সঙ্গে সংযুক্ত করতে হবে।

৩। তবে প্রবন্ধটি কোন ধরনের একাডেমকি প্রবন্ধ হওয়া যাবে না।

৪। ই-মেইলের বিষয় ‘এক্সিকিউটিভ, কপিরাইটার’ লিখতে হবে।

আবেদনের সময়-

নির্ধারিত নয় ( তবে যতদ্রুত সম্ভব আবেদন করতে হবে )