নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ডেক অফিসার পদের লিখিত পরীক্ষার স্থগিত করা হয়েছে।

রোববার চীফ নটিক্যাল সার্ভেয়ার এবং চীফ এক্সামিনার (ডেক) ক্যাপ্টিন কে এম জসীমউদ্দীন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

মার্চেন্ট শিপিং ডেক অফিসার সার্টিফিকেশন পরীক্ষা ও ফিশিং ভেসেল ডেক অফিসার সার্টিফিকেশন পরীক্ষা ১০ জানুয়ারি হওয়ার কথা ছিল।

তবে এ লিখিত পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে উল্ল্যেখ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে নৌ-পরিবহন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।