এনসিটিবির নিয়োগ পরীক্ষা ৮ জানুয়ারি
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ওয়েব সাইট ও জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি প্রকাশ করেছে।
উপ–উপসহকারী প্রকৌশলী, সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গাড়িচালক, লিফটচালক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
আগামী বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৮ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট (nctb.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রে বর্ণিত নির্দেশিকা প্রার্থীদের আবিশ্যিকভাবে অনুসরণ করতে হবে।