জিরোস বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্টিভিটি বাড়াতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম- জিরোস বাংলাদেশ

পদের নাম - সোশ্যাল মিডিয়া মডারেটর

পদের সংখ্যা -০২টি

কর্মস্থল- বাংলাদেশের যে কোনও জায়গায়

চাকরির ধরন- পূর্ণকালীন

যোগ্যতা-

১। প্রার্থীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে।

২। সংশ্লিষ্ট খাতে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩। ক্লায়েন্ট সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।

৪। সামাজিক যোগাযোগ মার্কেটিং সর্ম্পকে ধারনা থাকতে হবে।

৫। ফ্রেশাররাও আবেদন করতে পারবে।

৬। বয়ষ ১৮-৩০ বছরের মধ্যে হবে।

৭। শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন।

৮। বিভিন্ন প্রতিবেদন তৈরি করতে হবে।

৯। ফোন কল থেকে শুরুর করে বিভিন্ন খাতে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা-

১। বেতন আলোচনা সাপেক্ষ

২। কম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ প্রদান করা হবে।

৩। বছরে দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম-
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=940413&fcatId=16&ln=1 এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ-
২৫ জানুয়ারি, ২০২১