জাতিসংঘ জনসংখ্যা উন্নয়ন তহবিলের (ইউএনএফপিএ) ঢাকা অফিস সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে শুধু মাত্র নারীরা আবেদন করতে পারবেন।

পদের নাম-  ইন্ডিভিজ্যুয়াল কনসালটেন্ট (ন্যাশনাল)-প্রকিউরমেন্ট অ্যাসোসিয়েট, ইন্ডিভিজ্যুয়াল কনসালটেন্ট (ন্যাশনাল)—মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, ইন্ডিভিজ্যুয়াল কনসালটেন্ট (ন্যাশনাল)

পদসংক্রান্ত তথ্য

ইন্ডিভিজ্যুয়াল কনসালটেন্ট (ন্যাশনাল)-প্রকিউরমেন্ট অ্যাসোসিয়েট ও ইন্ডিভিজ্যুয়াল কনসালটেন্ট (ন্যাশনাল)—মনিটরিংর অ্যান্ড ইভ্যালুয়েশন পদের কর্মস্থল ঢাকা। 

ইন্ডিভিজ্যুয়াল কনসালটেন্ট (ন্যাশনাল)—প্রোগ্রাম অ্যাসিসট্যান্ট—এসআরএইচ পদের কর্মস্থল কক্সবাজারে। প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদ অনুসারে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে https://bangladesh.unfpa.org/en/vacancies তে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://bangladesh.unfpa.org/en/vacancies এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

আগ্রহীরা আবেদন করতে পারবেন ২৬ মে পর্যন্ত।