বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাইবার ইউনিটে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম- ব্র্যাক ব্যাংক লিমিটেড

পদের নাম- সহযোগী পরিচালক

পদের সংখ্যা- নির্ধারিত নয়

কর্মস্থল- ঢাকা

কাজের ধরন-পূর্ণকালীন

যোগ্যতা-

১। তথ্য সুরক্ষা, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স বা আইটি সম্পর্কিত ক্ষেত্রে বিএসসি / এমএসসি ডিগ্রি লাগবে

২। এসএ, সিইএইচ / সিপিইএইচ, সিপিটি / এলপিটি, সিডিএফই / সিএফএফআই / এলএফই, সিএনএসএস / সাইবার পুলিশ, সিআইএসএম / সিআইএসপি সর্ম্পকে যথাযথ জ্ঞান থাকতে হবে।

৩। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪। সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (এসআইইএম), এসকিউএল, টিসিপি / আইপি, কম্পিউটার নেটওয়ার্কিং, রাউটিং এবং স্যুইচিং, প্রোগ্রামিং ভাষা, আইডিএস / আইপিএস, অনুপ্রবেশ এবং দুর্বলতা পরীক্ষা, বিপরীত প্রকৌশল, ফরেনসিক, ফায়ারওয়াল এবং প্রবেশের সনাক্তকরণ / প্রতিরোধ প্রোটোকল সম্পর্কিত প্রযুক্তিগত জ্ঞান, উইন্ডোজ, ইউএনআইএক্স এবং লিনাক্স অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক প্রোটোকল এবং প্যাকেট বিশ্লেষণ সরঞ্জাম, নেক্সট-জেনার এভি, ডিএলপি, ইমেল, স্টোরেজ, সিসলগ, উইন্ডোজ সার্ভার, পরিচয় অ্যাক্সেস ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষ হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা-

১। বেতন আলোচনা সাপেক্ষ

২। ব্যাংকের বেতন রীতি অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে

আবেদনের নিয়ম-

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ-

১০ জানুয়ারি, ২০২১ পর্যন্ত