মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ০৬ ক্যাটাগরিতে ০৮ পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষা নেওয়া হবে দুই ধাপে।
প্রথমধাপের পরীক্ষা হবে ৯ জানুয়ারি ও দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি। মন্ত্রণালয়ের পক্ষে থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। এটি অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি, ২০২১ তারিখে। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায়।
অডিটর, ক্যাটালগার, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেট, অডিও ভিজুয়াল অপারেটর, ফটোগ্রাফার ( অডিও, ভিডিও) পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এটি অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি,২০২১ তারিখে। পরীক্ষা শুরু হবে দুপুর ১১ টায়।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্ল্যেখিত সব ধরনের কাগজপত্র সঙ্গে করে আনতে হবে।
নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডানলোড করা যাবে http://molwa.teletalk.com.bd/admitcard/index.php এই ঠিকানা থেকে।