নির্বাচন কমিশন সচিবালয়ের তিনটি পদের নিয়োগ পরীক্ষার (মৌখিক) সূচী প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন। ২৫ জানুয়ারি থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে আগামী ২৭ জানুয়ারী পর্যন্ত।  পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ১০.৩০ মিনিটে। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়।

বিজ্ঞপ্তি অনুসারে ‘সিস্টেম এনালিস্ট’ পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি। এ পরীক্ষায় অংশ নেবে মোট ৩১ জন প্রার্থী। 

রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি। এ পরীক্ষায় অংশ নেবে মোট ২৭ জন প্রার্থী।

প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। এ পরীক্ষায় অংশ নেবে মোট ৫২ জন প্রার্থী।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নতুন কোন প্রবেশপত্র প্রদান করা হবে না। লিখিত পরীক্ষার জন্য পাওয়া প্রবেশপত্র দিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্ল্যেখিত শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় সব ধরনের কাগজপত্র সঙ্গে আনতে হবে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে কর্ম কমিশন।