আগামীকাল ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৪১তম বিসিএস লিখিত পরীক্ষা। এতে ভালো করার জন্য গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতায় ভালো করার বিকল্প নেই। শেষ মুহূর্তের একটি কৌশলগত প্রস্তুতি আপনাকে এই প্রতিযোগিতায় আরও একধাপ এগিয়ে রাখবে। এই সময়ে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতায় প্রস্তুতির নানা প্রসঙ্গে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন ৩৬তম বিসিএস ক্যাডার (সমবায়) ও বর্তমানে মানিকগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা সুমন আহমেদ-

প্রশ্ন হবে যেভাবে

পিএসসি প্রদত্ত সিলেবাস অনুযায়ী, বিসিএস লিখিত পরীক্ষায় গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতায় দুটি ভিন্ন কোডে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। গাণিতিক যুক্তি অংশে ৫ নম্বরের ১২টি প্রশ্ন থাকে, যেকোনো ১০টির উত্তর করতে হয়। মানসিক দক্ষতা অংশে ৫০টি এমসিকিউ থাকে। 

এই সময়ে গণিত অংশে যা পড়বেন

শেষ সময়ে খুব বেশি চাপ নেওয়া যাবে না। মাথা ঠাণ্ডা রেখে কৌশলী হয়ে প্রস্তুতি নিতে হবে। এ সময় যেসব বিষয়ে নজরে রাখতে হবে-

১। নবম দশম শ্রেণির সাধারণ গণিত অংশ থেকে- ২,৩,৪,৫,৮,৯,১০,১১,১২ এবং ১৩ তম অধ্যায়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে।

২। উচ্চতর গণিত অংশের- ৫ম,৬ষ্ঠ,৭ম,৮ম,১১তম,১৩তম এবং ১৪তম অংশের প্রস্তুতি নিন।

৩। একাদশ-দ্বাদশ শ্রেণির গণিত ১ম পত্রের- ৩য়,৫ম এবং ১০ম অধ্যায়ে চোখ রাখুন।

৪। পাটি গণিতের জন্য ৮ম শ্রেণীর গণিত বইয়ের ২য় এবং ৩য় অধ্যায় আরও একবার ঝালিয়ে নিন৷  

যা কিছু করা জরুরি

১। সময়ের সাথে সঙ্গতি রেখে উত্তর করুন৷ মনে রাখতে হবে সময় মাত্র ২ ঘন্টা৷ এই সময়ের মাঝে চলবে শতভাগ নাম্বার তোলার যুদ্ধ৷

২। যে অধ্যায়ের গণিত অনুশীলন করবেন, সেগুলোর প্রয়োজনীয় সূত্র প্রথমেই একটি খাতায় লিখে রাখুন। এভাবে প্রতিটি অধ্যায়ের সূত্রগুলো লিখে ফেলুন। পরীক্ষার আগে রিভাইস করতে সুবিধা হবে।

মানসিক দক্ষতায় প্রস্তুতি নিবেন যেভাবে

এই অংশে মোট ছয়টি টপিকের ওপর প্রশ্ন করা হয়। তবে কোনো একক বিষয় নয় বরং সব বিষয়ে নিয়েই প্রশ্ন করা হবে। এক্ষেত্রে কিছু বিষয় লক্ষণীয়-

১। বেশিরভাগ সময়ে স্থানাঙ্ক সম্পর্কে দূরত্ব ও স্থান নির্ণয় করতে দেওয়া হয়। এক্ষেত্রে দিক সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি।

২। সংখ্যাগত ক্ষমতায় বিভিন্ন ধারা যেমন, বীজগণিত, পাটিগণিত, ঘড়ি ইত্যাদি সম্পর্কে প্রশ্ন হয়। এদিকে খেয়াল রাখুন।

৩। যান্ত্রিক দক্ষতা অংশে আয়না ও পানিতে প্রতিচ্ছবি, বিভিন্ন যন্ত্রের মূলনীতি সম্পর্কে প্রশ্ন হয়। Mirror and Water Image সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি

৪। মনে রাখতে হবে, নিজেকে বিসিএস পরীক্ষায় এই অংশ মানসিক দক্ষতার খেলা। এখানে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই নিজেকে শান্ত রেখেই উত্তর করতে হবে। এই সময়ে চাই নিয়মিত অনুশীলন। অনুশীলনে সবই সম্ভব।