প্রতীকী ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) সম্প্রতি ইন্টার্নশিপ প্রোগ্রামের অধীনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন।

প্রোগ্রামের নাম : ২য় ব্যাচে ( মার্চ-মে, ২০২২) ইন্টার্নশিপ প্রোগ্রাম। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : বিএসসি (ইঞ্জিনিয়ারিং) অথবা নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানি সংক্রান্ত বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পরীক্ষায় অবতীর্ণ বা সদ্য উত্তীর্ণ ( পাশ করার পর দুই বছরের অধিক নয়) হতে হবে

আবেদনকারীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। জ্বালানি বিষয়ক বিভিন্ন সফটওয়্যারের উপর দক্ষ হতে  হবে। 

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে অনাপত্তি সনদ গ্রহণ পূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ চেয়ারম্যান, স্রেডা বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি ও আবেদন ফরম স্রেডার ওয়েব সাইটে পাওয়া যাবে।

ভাতা : নিয়মিত কর্মসম্পাদন ও এক্সপোজার ভিজিটরের জন্য ইন্টার্নদের মাসিক জনপ্রতি ১০০০০ টাকা সম্মানী প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি, ২০২২