খুবিতে শিক্ষক বরখাস্ত-অপসারণ কেন অবৈধ নয় : হাইকোর্ট
ছবি: সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত এবং দুই শিক্ষককে অপসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। এতে করে খুবিতে ওই তিন শিক্ষকের দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না।
ওই তিন শিক্ষক হলেন— আবুল ফজল (বাংলা বিভাগ), হৈমন্তী শুক্লা কাবেরী (ইতিহাস বিভাগ) এবং শাকিলা আলম (বাংলা বিভাগ)। এছাড়া শিক্ষক বরখাস্ত ও অপসারণ করে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া আদেশ কেন অবৈধ হবে না- এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন- ব্যারিস্টার জ্যোতির্ম্যয় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম রাসেল চৌধুরী।
বিজ্ঞাপন
পরে জ্যোতির্ময় বড়ুয়া জানান, উচ্চআদালত খুলনা বিশ্ববিদ্যালয়ের বিগত ২৮ জানুয়ারির আদেশের বিরুদ্ধে রুল জারি করেছেন। একইসঙ্গে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন।
এর আগে ৩১ জানুয়ারি ওই শিক্ষকদের বরখাস্ত ও অপসারণ প্রত্যাহার চেয়ে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশের জবাব না পেয়ে তারা এ রিট দায়ের করেন।
ওই তিন শিক্ষককে ২৩ তারিখ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বরখাস্ত এবং অপসারণের সিদ্ধান্ত হয়। পরে ২৮ জানুয়ারি এ বিষয়ে চিঠি ইস্যু করেন রেজিস্ট্রার। ওই চিঠি প্রত্যাহার চেয়ে এ নোটিশ পাঠানো হয়।
এমএইচডি/এফআর