আয়কর ফাঁকি মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহিদের ৯ বছর কারাদণ্ড
অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরী
অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরীকে এবার আয়কর ফাঁকির মামলায় ৯ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে পলাতক আছেন।
রোববার (২০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ ১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আয়কর ফাঁকি আইনের পৃথক তিন ধারায় বিচারক তার ৯ বছরের কারাদণ্ডাদেশ দেন। এই মামলায় তিনি পলাতক রয়েছেন। রায় ঘোষণা শেষে বিচারক সাজা পরোয়ানা জারি করেন।’
তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে আয়কর ফাঁকি আইনের ১৬৪, ১৬৫ ও ১৬৬ ধারায় আয়কর কর্তৃপক্ষ মামলাটি দায়ের করে।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর আয়কর ফাঁকির অভিযোগে ঢাকার কর অঞ্চল-৯ এ মামলাটি করেন সহকারী কর কমিশনার শেখ আলী হাসান। গত ২৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে বিভিন্ন সময়ে ১১ জনের করা হয়েছে।
এর আগে, ১০ নভেম্বর অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রধান করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম।
অস্ত্র মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, গত বছরের ১৭ জানুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় অবসরপ্রাপ্ত কর্নেলের বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, ছয়টি গুলি ও দুটি শটগান উদ্ধার করা হয়।
মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকার ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডের ষড়যন্ত্র সঙ্গে যুক্ত ছিলেন।
টিএইচ/এফআর