প্রতীকী ছবি

রাজধানী ডেমরা থানা এলাকায় কিশোরীকে অপহরণ করার ঘটনায় মানবপাচার আইনে দায়ের করা মামলায় রনি নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি বিচারক তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের কারাভোগের আদেশ দেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান এ আদেশ দিয়েছেন। রায়ে আরও দুই আসামিকে ১৪ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আমিনুল ইসলাম প্রকাশ ও মোসা. রুপা ইসলাম। কারাদণ্ডের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৪ মাসের কারাভোগের আদেশ দেন বিচারক।

অপরদিকে, রায়ে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের বেকসুর খালাস প্রদান করেন। খালাস প্রাপ্তরা হলেন- লাবু, সিদ্দিকুর রহমান প্রকাশ ও মুন্নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম শাজ্জাদুল হক শিহাব ঢাকা পোস্টকে এসব নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১০ মার্চ ভিকটিমকে (১৪) আসামিরা পরস্পর যোগসাজশে এক বাসায় ডেকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে অনুষ্ঠানের কথা বলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ে যাওয়া হয়। এরপর আসামিরা তাকে (ভিকটিম) পতিতালয়ে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়।

ওই ঘটনায় ভিকটিমের বাবা সুমন আহমেদ গত বছরের ৭ জানুয়ারি ডেমরা থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। একই বছরের ১৪ মে মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে ওই বছরের (২০২০ সাল) ২৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে বিভিন্ন সময়ে মোট ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

টিএইচ/এমএইচএস