অবৈধ সম্পদ অর্জনের মামলায় রাশেদুলসহ ৩ জনের জামিন
রাশেদুল হক চিশতী
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পদ্মা ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের বিশ হাজার টাকা মুচলেকায় ধার্য করা আগামী তারিখ (১১ এপ্রিল) পর্যন্ত জামিনের এ আদেশ দেন।
মামলার অপর দুই আসামিরা হলেন, চিশতীর দুই শ্যালক গোলাম রসূল ও মোস্তফা কামাল। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করতে পারায় আগামী ১১ এপ্রিল নতুন দিন ধার্য করেন আদালত।
বিজ্ঞাপন
এদিন আসামিপক্ষের আইনজীবী শাহিনুর রহমান এই তিন আসামির পক্ষে জামিনের আবেদন করলে দুদকের পক্ষে মীর আহমেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের এ আদেশ দেন।
গত ২৯ ডিসেম্বর প্রায় ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল বাদী হয়ে বাবুল চিশতীসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
বিজ্ঞাপন
টিএইচ/এমএইচএস