বগুড়া ৬ আসনে উপনির্বাচনে সাবেক বিএনপি নেতা বাদল সরকারের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শামসুল ইসলাম।

এ বিষয়ে বাদল সরকারের আইনজীবীরা সাংবাদিকদের জানান, মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রিটার্নিং অফিসারকে বলেছেন তাকে প্রতীক বরাদ্দ দিতে, যাতে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান।

এমএইচডি/এমএ