ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানির নথি তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর রোববার (২২ জানুয়ারি) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের অন্যতম শেয়ারহোল্ডার হলেন ফরিদুর রহমান খান ও আবুল কালাম আজাদ। তাদের নামে কোম্পানির ১০ ভাগ শেয়ার রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। কোম্পানি আইনের ২৩৩ ধারায় মাইনরিটি প্রটেকশন চেয়ে তারা হাইকোর্টে আবেদন করেছেন। তাদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী আদালতে বলেন, গত বছর এই কোম্পানির ১৯০০ কোটি টাকা লভ্যাংশ হয়েছে। কিন্তু এই দুজন শেয়ারহোল্ডারকে কোনো লভ্যাংশ দেওয়া হয়নি। এসময় ওই কোম্পানি সংক্রান্ত রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানির নথি তলবের আবেদন জানান। এরপরই হাইকোর্ট নথি তলবের আদেশ দেন।

এমএইচডি/এসএসএইচ/