গাড়িতে অগ্নিসংযোগের মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিচার শুরু
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলায় পরবর্তী ধার্য তারিখ ২৮ মার্চ সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
বিজ্ঞাপন
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৮ নভেম্বর দিবাগত রাতে সীতাকুণ্ড পৌরসভার ঢালিপাড়া মোস্তফা সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং একটিতে আগুন দেওয়া হয়। বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
এ ঘটনার পরদিন সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর আসলাম চৌধুরীসহ ৫১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল হোসেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, অভিযোগপত্র দাখিলের পর বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে আজ (রোববার) মামলাটির অভিযোগ গঠন হয়েছে। ইউসুফ নামে এক আসামি ইতোমধ্যে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দিয়ে বাকি ৫০ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
ভারতের দিল্লি ও আগ্রার তাজমহল এলাকায় ২০১৬ সালে মোসাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে আসলাম চৌধুরীর বিরুদ্ধে। ইসরায়েলি লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের ছবি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাফাদি ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান। এসব অভিযোগে আসলামকে ২০১৬ সালের ১৫ মে সন্ধ্যায় ঢাকার কুড়িল থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
জেডএস