টাকার বান্ডিলসহ গ্রেফতার দুই জঙ্গি রিমান্ডে
গ্রেফতার হওয়া দুই জঙ্গি
জেলখানার আসামিদের নামে টাকার বান্ডিলসহ রাজধানীর পূর্ব তেজতুরী বাজার থেকে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আসিফুর রহমান আসিফ ও পিয়াস শেখ। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
সূত্র জানায়, মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শেখ লিয়াকত আলী আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকায় ফুটপাতে ১১-১২ জনকে দেখে আইনশৃঙ্খলা বাহিনী এ দুজনকে গ্রেফতার করে। এ সময় আসামি আসিফের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি পিস্তল চার রাউন্ড গুলি ও ২০ হাজার টাকার একটি ও ১৫ হাজার টাকার একটি বান্ডিল উদ্ধার করে। এসব টাকার বান্ডিলের সঙ্গে দুটি টোকেন ছিল।
বিজ্ঞাপন
২০ হাজার টাকার বান্ডিলের সঙ্গে টোকেনটিতে লেখা জেলখানার আসামি নাহিদ তাসনিমের নাম। ১৫ হাজার টাকার বান্ডিলের টোকেনে লেখা কাশিমপুর কারাগারে থাকা আসামি আলামিনের নাম।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামি আসিফ জিজ্ঞাসাবাদে জানায়, ডাকাতি করা অর্থ দিয়ে ‘হালাল ও প্রেস' নামে খাবার সরবরাহকারী একটি প্রতিষ্ঠান গড়ে তোলে তারা। ওই প্রতিষ্ঠানের আড়ালে তারা জঙ্গি অর্থায়নে পৃষ্ঠপোষকতা ও সংগঠনের সদস্য সংগ্রহের জন্য দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় তেজগাঁও থানায় ডিবির পরিদর্শক মাহবুবুল হক নয়জনকে আসামি করে দায়ের করেন।
টিএইচ/এসকেডি