আদালত খুলে দিতে প্রধান বিচারপতিকে চট্টগ্রাম-সিলেট বারের চিঠি
করোনা প্রতিরোধে চলমান কঠোর নিষেধাজ্ঞার মধ্যে দেশের অধস্তন আদালতগুলো খুলে দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট জেলা আইনজীবী সমিতির নেতারা প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে এ চিঠি দেন।
বিজ্ঞাপন
সিলেট জেলা আইনজীবী সমিতির চিঠিতে প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, 'প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চলমান লকডাউনের সময় বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীদের স্বার্থে নিম্ন (অধস্তন) আদালতে মামলা-মোকদ্দমা পরিচালনার জন্য কিছু লিখিত পদক্ষেপ গ্রহণ করা একান্ত আবশ্যকীয়। সর্বোপরি লকডাউনের মেয়াদ বর্ধিত না করেও স্বাস্থ্যবিধি অনুসারে আবশ্যকীয় পদক্ষেপগুলো মেনে কোর্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় আদেশ/নির্দেশ প্রদান করার জন্য সিলেট জেলা আইনজীবী সমিতি সবিনয়ে প্রার্থনা করছে।'
সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান এ চিঠি পাঠিয়েছেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, 'উদ্ভূত করোনা পরিস্থিতিতে জরুরি বিষয়সমূহ নিস্পত্তিকরণার্থে সীমিত আকারে নিম্ন আদালতসমূহে জামিন শুনানি, জরুরি নিষেধাজ্ঞার আবেদন ও ফাউলিং কার্যক্রম চালু করা প্রয়োজন।' আদালত অঙ্গনে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে ভিড় এড়াতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি স্বাস্থ্যসেবা সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এমএইচডি/জেডএস