কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার কিশোর গ্যাং মনির গ্রুপের পাঁচ সদস্যকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন। তারা হলেন- মো. মনির হোসেন (১৫), মো. শরিফ (১৩), মো. মোবারক (১৪), মো. শিপন (১৪) ও শিপন মিয়া (১৩)।
বিজ্ঞাপন
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে আসামিদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে তাদের গ্রেফতারের পর র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১১ এপ্রিল) রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ১নং রেলওয়ে মার্কেটের পাশে অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় দেশীয় অস্ত্র সরঞ্জামসহ কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় তাদের আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সবাই স্থানীয় কিশোর মনির গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষকে সঙ্গে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল এবং মূল্যবান সামগ্রী কেড়ে নিত।
টিএইচ/এফআর