আব্দুল মতিন খসরুর আরোগ্য কামনায় দোয়া মাহফিল
আবদুল মতিন খসরু
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আয়োজনে বার মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মসজিদের ইমাম আবু জাফর সালেহ। দোয়া মাহফিলে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সহ-সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শফিক উল্ল্যাসহ আইনজীবীরা অংশ নেন।
বিজ্ঞাপন
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী ২০২১-২০২২ সেশনের (মার্চে অনুষ্ঠিত) নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনের পর গত ১৫ মার্চ তিনি করোনা টেস্ট করান। পজিটিভ আসার পর ১৬ মার্চ সিএমএইচে ভর্তি হন। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়েছিল। করোনা রিপোর্ট নেগেটিভও আসে। কিন্তু পরবর্তীতে অবনতি হওয়ায় তাকে ফের আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বিজ্ঞাপন
এমএইচডি/ওএফ