সংগীত পরিচালক ইমনের মামলা ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ
সংগীত পরিচালক শওকত আলী ইমনের সংগৃহীত ছবি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীত পরিচালক শওকত আলী ইমনের বিরুদ্ধে স্ত্রীর করা যৌতুক মামলা বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬তে পাঠানোর এ আদেশ দেন।
বিজ্ঞাপন
এর আগে গত ২৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তাহমিনা রহমান শওকত আলী ইমনকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে তদন্ত কর্মকর্তা বলেন, আসামি শওকত আলী ইমন একজন যৌতুকলোভী ও মারমুখী ব্যক্তি। গত ২৭ ফেব্রুয়ারি তিনি রিদিতা রেজাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে ইমন স্ত্রীর কাছে যৌতুক দাবি করে আসছিলেন। ইমন তাকে মারপিট ও মানসিক নির্যাতন করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
বিজ্ঞাপন
চার্জশিটে বলা হয়, গত ৩ জুলাই রাতে ইমন তার ইস্কাটন গার্ডেনের বাসায় স্ত্রী রিদিতা রেজার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এতে রাজি না হলে ইমন তাকে মারপিট করে বাসা থেকে বের করে দেন।
এ ঘটনায় রিদিতা রেজা গত ২০ সেপ্টেম্বর ইমনের বিরুদ্ধে রমনা থানায় যৌতুক আইনে মামলা দায়ের করেন। গত ২৫ সেপ্টেম্বর ইমনকে ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে গত ১ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি ছিল তার তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর সঙ্গে বিচ্ছেদের পর ২০১২ সালে তিথি কবির নামের এক নৃত্যশিল্পীকে বিয়ে করেছিলেন ইমন।
টিএইচ/এইচকে