বরিশালের ২শ বছরের পুরনো দিঘী ভরাটের ঘটনা তদন্তের নির্দেশ
দিঘীর সংগৃহীথ ছবি
বরিশাল নগরীর দু’শ বছরের প্রাচীন জলাধার (দিঘী) বালি দিয়ে ভরাট ও এর মালিকানা দাবির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (৪ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
বরিশালের জেলা প্রশাসক ও স্থানীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালককে এ বিষয়ে তদন্ত করে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হাসান তারিক পলাশ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আরিফ আহমেদ।
বিজ্ঞাপন
আদালত একইসঙ্গে দু’শ বছরের প্রাচীন ওই দিঘীতে মাটি ভরাট কেন অবৈধ ঘোষণা করা হবে না, এসএ ও আরএস পর্চা ম্যাপ অনুসারে দিঘীটি আগের অবস্থায় কেন ফেরত নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
এমএইচডি/জেডএস