হেফাজতে ইসলামের আহ্বায়ক কমিটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীর ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ( ২৬ মে)  চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা দুই মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, হাটহাজারী থানায় দায়ের করা সহিংসতার দুই মামলায় ইনামুল হাসান ফারুকীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে এক মামলায় পাঁচ দিন এবং আরেক মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আরেক মামলায় চার দিনের রিমান্ড শেষে ফারুকীকে বুধবার আদালতে হাজির করে পুলিশ।

উল্লেখ্য, শুক্রবার (২১ মে) রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে এনামুল হাসানকে আটক করে র‍্যাব। এরপর তাকে হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়।

ইনামুল হাসান হেফাজত ও বাবুনগরীর যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।

কেএম/এসকেডি