সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জমাদার আবুল হাশেম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জমাদার আবুল হাশেম (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (৩০ মে) ভোরে রাজধানীর ইউনাইটেড  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবুল হাশেম হার্ট অপারেশন পরবর্তী জটিলতায় ভুগছিলেন। গ্রামের বাড়ি চট্টগ্রামে তার মরদেহ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা সন্তান ও নাতী-নাতনী রেখে গেছেন।

এদিকে আবুল হাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ।

তিনি বলেন, ‘আবুল হাশেম দীর্ঘদিন আমার সহযোগী (জমাদার) ছিলেন। আমি এবং কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা তাকে খুব শ্রদ্ধা করতাম ও ভালোবাসতাম। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

এমএইচডি/এমএইচএস