৮ মাসের সন্তানকে হত্যার অভিযোগে বাবা কারাগারে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত/ ফাইল ছবি
রাজধানীর দক্ষিণখানে ৮ মাস বয়সী নিজ সন্তানকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাবা রফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজির করেন। রফিকুল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় রেকর্ডের আবেদন করা হয়। কিন্তু পরে রফিকুল স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে রফিকুল ইসলাম তার ৮ মাস বয়সী সন্তান আব্দুল কাদের জিলানী রাব্বিকে আছড়ে হত্যা করেন। এ ঘটনায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। রফিকুল ইসলাম পেশায় রিকশাচালক।
টিএইচ/এসআরএস