ভুয়া কাবিননামায় বিয়ে: কারারক্ষীর বিরুদ্ধে মামলা
গর্ভের সন্তান নষ্ট ও ভুয়া কাবিননামা বানিয়ে বিবাহ করার অভিযোগে ফরিদপুর জেলার কারারক্ষী ইয়াছির মিয়ার বিরুদ্ধে পৃথক দু'টি মামলা দায়ের করেছেন স্ত্রী হাবিবা।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দু'টি দায়ের করা হয়। উভয় আদালতের বিচারক অভিযোগের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন।
বিজ্ঞাপন
বাদীপক্ষের আইনজীবী ইমরুল হাসান এসব তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, '২০১৭ সালে বিবাদী ইয়াছিরের সাথে বাদী হাবিবার পরিচয় হয়। এরপর হাবিবার সঙ্গে তার তখনকার স্বামীর বিবাহবিচ্ছেদ হয়। ২০১৯ সালে ইয়াছির তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ের করতে বলেন। এসময় পালিয়ে বিয়ে করারও প্রস্তাব দেন।
বিজ্ঞাপন
কিন্তু হাবিবা পালিয়ে বিয়ে করবেন না বলে জানান। একই বছরের ফেব্রুয়ারি মাসে ইয়াছির ফাঁসির রশি কিনে ভিডিও কল দিয়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। পরে ওই বছরের মার্চ মাসে ঢাকার আদালতে এসে দুজনে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেন। হাবিবার কাছে ইয়াছির যৌতুক হিসেবে সাড়ে চার লাখ টাকা দাবি করেন। হাবিবা গর্ভবতী হলে প্রেগন্যান্সি পরীক্ষা করেন। পরে ইয়াছির শারীরিক নির্যাতন করে গর্ভের সন্তান নষ্ট করে ফেলেন। ইয়াছিরের কাছে হাবিবা কাবিনের কাগজ চাইলে একটি নীল কাগজ দেন। এসময় বিয়ের কথা জানতে চাইলে ইয়াছির তাকে বলেন, তোর সঙ্গে আমার বিয়ে হয়নি। আনন্দ ফূর্তির জন্য বিয়ের নাটক সাজিয়েছি' বলে অভিযোগে উল্লেখ করেন হাবিবা।’
টিএইচ/ওএফ