রাজধানীর রূপনগর দুয়ারীপাড়ার আবুল কালাম হত্যা মামলার আসামি সুমন কুমারকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৭ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের রূপনগর থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
 
সূত্র জানায়, ‘আজ দুপুরে আসামি সুমনকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

এর আগে গত ১ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায়, ২০১৭ সালের ১৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ভিকটিম আবুল কালামকে বিভিন্ন বিষয়ে মনোমালিন্যের কারণে আসামি শামীম, স্বাধীন, আকবর ও সুমন কৌশলে বাসা থেকে অপহরণ করে বোটানিক্যাল গার্ডেনের ভেতরে পূর্ব পাশে পানির ডোবার কাছে নিয়ে রাত ৮টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ভিকটিমের লাশ বস্তায় ভরে আসামি শামীমের ভাড়া করা দুয়ারীপাড়া বাসার মেঝে গর্ত করে মাটি দিয়ে ভরাট করে পালিয়ে যায়। এ ঘটনায় রূপনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

টিএইচ/জেডএস