রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলামকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (৯ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত শুনানি শেষে  জামিনের এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার (৭ জুন) ভবনটির মালিক মোস্তাক আহমেদ চিশতি ও তারিকুজ্জামানের জামিন মঞ্জুর করেন আদালত।

৫ জুন একই মামলার আসামি বাপ্পি, আশরাফ হোসেন গাফফার, সাইদুল ইসলামের জামিন দেন একই আদালত। এর আগে ৪ মে মোস্তফা ও ১২ মে আসামি মোস্তাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত।

উল্লেখ্য, ২২ এপ্রিল রাত ৩টা ১৮ মিনিটে আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানশনে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ২৩ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় গত ২৩ এপ্রিল রাতে অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার অভিযোগে ভবন মালিক ও গোডাউন মালিকসহ ৮ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১০-১৫ জনকে।

টিএইচ/এসকেডি