ফাইল ছবি

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে আলেক মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় আসামিপক্ষের পরবর্তী যুক্তি উপস্থাপন  শুনানির জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালতে ১৫ আসামির মধ্যে ১২ আসামির পক্ষে তাদের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষ করেন। এরপর অপর আসামিদের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেন।

মামলার আসামিরা হলেন- আলাল উদ্দিন, জয়নাল আবেদীন, আ. রাজ্জাক, আ. সাত্তার, আ. জব্বার, আউয়াল মিয়া ওরফে আউয়াল, তমিজ উদ্দিন ওরফে তমু, সমর আলী ওরফে সমর, মোস্তফা, ওমর আলী, আ. বারেক, সোহেল রানা, সোহরাব মিয়া, বাবুল মিয়া ওরফে বাবুল ও ফিরোজ মিয়া।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০০৮ সালের ২৫ জুন জমিজমা নিয়ে বিরোধের জেরে তুরাগের নলভোগ এলাকায় আলেক মিয়ার বাড়িতে গিয়ে আসামিরা তাকে পিটিয়ে গুরুতর জখম করে। এরপর আলেক মিয়াকে ভাসানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন (২৬ জুন) নিহতের ছোট ভাই হাজী মো. রমজান আলী তুরাগ থানায় মামলাটি দায়ের করেন। 

টিএইচ/এফআর