ডিবি পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেফতার চারজন রিমান্ডে
রাজধানী মোহাম্মদপুর এলাকায় ডিবি পরিচয়ে ডাকাতি করার অভিযোগে গ্রেফতার ডাকাত দল চক্রের চার সদস্যকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
বিজ্ঞাপন
যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন- মানিক ব্যাপারী ওরফে দারোগা মানিক (৩৫), জাহিদ হাসান ওরফে রেজাউল (২৮), ফারুক হোসেন ওরফে নাসির উদ্দিন (৪০) ও রুবেল সিকদার ওরফে রুস্তম (৩০)।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের একটি দল।
টিএইচ/এনএফ