রাজধানীর কামরাঙ্গীরচরে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করে আসামি মোহন্দ্র চন্দ্র দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (২৬ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আসামি মোহন্দ্রকে আদালতে হাজির করেন। একইসঙ্গে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৫ জুলাই) মোহন্দ্র চন্দ্র দাসের বড় মেয়ে ঝুমা রাণী দাস মামলার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ জুলাই গভীর রাতে কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকার একটি বাসায় স্ত্রী ফুলবাসী রানী দাস (৩৪) ও মেয়ে সুমী রানী দাসকে ( ১১) শ্বাসরোধে হত্যা করেন মোহন্দ্র চন্দ্র দাস। পরে তাদের মুখে কীটনাশক ঢেলে দেন।

এই ঘটনায় পর দিন ২৪ জুলাই রাতে কামরাঙ্গীরচর থানায় মোহন্দ্রকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন স্ত্রী ফুলবাসী রানী দাসের বোন বিশাখাবাসী রানী দাস।

টিএইচ/এসকেডি